৩১ দিনেও বিদ্যুৎ মেলেনি প্রধানমন্ত্রীর উপহারের ঘরে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০টি ঘরে গত ৩১ দিনেও বিদ্যুৎ সংযোগ মেলেনি। আর কবে মিলবে তাও নির্দিষ্ট ভাবে বলা যায় না।
জানা যায়, দুর্গাপুর রথখোলা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহ ও ভূমিহীন পরিবারের জন্য ১০টি ঘর নির্মাণ করা হয়। ওই ১০টি ঘরের চাবি ১০ গৃহ ও ভূমিহীন পরিবারকে গত ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে হস্তান্তর করা হয়। ভূমিহীনরা চাবি হাতে পেয়েই ঘরে বসবাস করতে শুরু করেন। ঘরগুলো হস্তান্তর করার কিছুদিন পর ১০টি ঘরের জন্য দুটি টিউওবয়েল বসানো হলেও গত ৩১ দিনেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।
ওই এলাকার একাধিক ব্যক্তি বলেন, গৃহহীন ও ভূমিহীনরা ওই মাঠের ভেতর বসবাস করে। প্রধানমন্ত্রীর উপহারের ঘরে আলো না থাকায় বসবাসকারীদের চরম কষ্ট হচ্ছে। যেহেতু প্রধানমন্ত্রীর উপহারের ঘর, সেহেতু এসব ঘরে দ্রুতই বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসাইন আজ রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এনটিভি অনলাইনকে মুঠোফোনে বলেন, ‘এই ঘরগুলো গত কয়েকদিন আগে ওদের তুলে দিয়েছি। আমাদের আনুষঙ্গিক কিছু প্রস্তুতি আছে। বিদ্যুতের ব্যবস্থা খুব শিগগিরই হয়ে যাবে। ওদের প্রত্যেকের নামে জমিসহ বরাদ্দ হয়ে গেলে বিদ্যুতের ব্যবস্থা হয়ে যাবে। বিদ্যুৎ অফিসে বরাদ্দের চিঠি পৌঁছে গেলেই খুব দ্রুত বিদ্যুৎ পাওয়া যাবে।’