ফরিদপুরে ঘর পাচ্ছে এক হাজার ৫৭২ গৃহহীন পরিবার
‘মুর্জিব শতবর্ষে থাকবে না কোনো গৃহহীন’ এ স্লোগান নিয়ে সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ -এর আওতায় ফরিদপুরের এক হাজার ৫৭২ গৃহহীন পরিবার ঘর পাচ্ছে আগামীকাল রোববার। সারা দেশের সঙ্গে একযোগে ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে আলোচনা করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আসলাম মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. তাসলিমা আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজাসহ প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ফরিদপুর জেলার ৯টি উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১৫৭২টি গৃহের চাবি হস্তান্তর করা হবে। আগামীকাল রোববার প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে এসব ঘর হস্তান্তর করবেন। তিনি বলেন, ‘পর্যায়ক্রমে এ জেলার সব ভূমি ও গৃহহীন মানুষের জন্য ভূমি ও আবাসন নিশ্চিত করা হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় প্রতিটি ঘরের জন্য বরাদ্দ এক লাখ ৯০ হাজার টাকা। এই টাকায় তাদের জন্য ২০ ফুট বাই ২২দশমিক ৮ ফুট প্রস্থের পাকা ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। এছাড়াও রয়েছে বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুতের ব্যবস্থা। তবে জেলা প্রশাসনের উদ্যোগে এবারের বিশেষ সংযোজন করা হয়েছে প্রতিটি ঘরের সামনে চারটি করে ফলদ বৃক্ষ রোপণ।’