৩২ দিন বন্ধ থাকার পর লালমাইয়ে করোনার নমুনা সংগ্রহ শুরু
বত্রিশ দিন বন্ধ থাকার পর কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
গতকাল সোমবার উপজেলার পাঁচজন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে জনবল সংকটের কথা বলে গত মাসের ১৯ মার্চ থেকে করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তৎকালীন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়াশীষ রায়ের লিখিত নির্দেশে গত বছরের ১৯ মার্চ থেকে বাগমারা ২০ শয্যা হাসপাতালে নমুনা সংগ্রহ শুরু করেন স্বাস্থ্য সহকারী উজ্জ্বল সিংহ। নভেম্বর পর্যন্ত তিনি নমুনা সংগ্রহ করেন ৭৫৮টি। এদের মধ্যে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়। করোনার উপসর্গ নিয়ে মারা যান তিনজন। প্রয়োজন না হওয়ায় ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কেউ নমুনা দেননি। এরপর উপসর্গ দেখা দেওয়ায় গত ১৫ মার্চ সামছুল আলম এবং ১৮ মার্চ লালমাই সরকারি কলেজের শিক্ষক সোলাইমান চৌধুরীর নমুনা সংগ্রহ করেন উজ্জল সিংহ। এরপর থেকে বাগমারা ২০ শয্যা হাসপাতালের বর্তমান আরএমও ডা. আনোয়ার উল্যাহ’র মৌখিক নির্দেশে নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ করে দেন উজ্জ্বল সিংহ।
লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার বলেন, ‘করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি।’
বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা. আনোয়ার উল্যাহ বলেন, ‘তীব্র জনবল সংকট সত্ত্বেও অর্থমন্ত্রীর নির্দেশে বাগমারা হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু করেছি।’
জানা গেছে, হাসপাতালের স্বাস্থ্য সহকারী উজ্জল সিংহ নমুনা সংগ্রহ করবেন এবং যুবলীগ নেতা কাজী কামরুল হাছান ভুট্টু নিজ পরিবহণে স্বেচ্ছাশ্রমে নমুনাগুলো কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে দিচ্ছেন।
এ ছাড়া অর্থমন্ত্রীর উদ্যোগে হাসপাতালে দুটি আইসিইউ শয্যা, দুটি হাইফ্লো নেজাল ক্যানোলা, তিনটি অক্সিজেন কনসেন্ট্রোটর, একটি বাইপেপ ভেন্টিলেটর, একটি সিপেপ ভেন্টিলেটর, ১২টি সিলিন্ডার সংবলিত সেন্ট্রাল অক্সিজেন, ইসিজি ও এক্সরে মেশিন, ১০টি অত্যাধুনিক পেশেন্ট মনিটর, একটি অটোক্ল্যাভ মেশিন, একটি ল্যারিংগোস্কোপ, ২টি বৈদ্যুতিক সাকার মেশিন এবং ১০টি বিশেষ শয্যা স্থাপন করা হয়েছে। শিগগিরই অর্থমন্ত্রী ভিডিও কনফারেন্সে এই সেবা উদ্বোধন করবেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার জানান, অর্থমন্ত্রীর নির্দেশে লালমাইয়ে করোনার নমুনা সংগ্রহ শুরু হয়েছে। করোনা রোগীদের সেবায় শিগগিরই বাগমারা হাসপাতালে আইসিইউ ও হাইফ্লো অক্সিজেন সেবা চালু হবে।