৪৭ মাদকসেবী ও কারবারী গ্রেপ্তার : পুলিশ
৪৭ জন, তারা সবাই মাদক সেবক ও বিক্রেতা। এ অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৪০টি মামলাও করেছে সংশ্লিষ্ট পুলিশ।
গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।
পুলিশ বলছে, তারা সবাই মাদকসেবী ও ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এ অপরাধ করে আসছে। ফলে পুলিশের অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
অভিযানে অনেক মাদক জব্দ করা হয়েছে, এমন দাবি করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে এক হাজার ৮৪১ পিস ইয়াবা, ১০ ক্যান বিয়ার, ৪০৯ গ্রাম হেরোইন, ২০০ বোতল ফেনসিডিল ও ৪৪ কেজি ২২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।