৪৮ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/14/gopalganj-h-news.jpg)
গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকা থেকে ৪৮ গ্রাম হেরোইনসহ নূরুল হক রাহাত নামে এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
গোপালগঞ্জে ৪৮ গ্রাম হেরোইনসহ নূরুল হক রাহাত (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি শহরতলীর বেদগ্রাম এলাকায়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম জানান, আজ বেলা ১১টার দিকে মাদক বেচাকেনা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বেদগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেদগ্রাম তিনতলা মসজিদের পাশে তাদের বসতবাড়ির সামনে থেকে নূরুল হক রাহাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে থ্রি কোয়ার্টার প্যান্টের পকেট থেকে ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।