৫০ গুজব রটনাকারী নজরদারিতে : র্যাব
করোনাবিষয়ক গুজব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পুলিশের এই এলিট ফোর্সের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘এ পর্যন্ত ৫০-এর অধিক গুজব রটনাকারী ব্যক্তি বা ওয়েবসাইটকে নজরদারির মধ্যে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া নিয়মিত অভিযান পরিচালনা করে ১১ জন গুজব রটনাকারীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।’
আজ শনিবার দুপুরে র্যাব ডিজি অনলাইনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
সাধারণ নাগরিকের উদ্দেশে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যেকোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলেই তা না বুঝে শেয়ার বা কমেন্ট করবেন না। প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ- র্যাব সাইবার ভেরিফিকেশন সেন্টারের সহায়তা নিন। সন্দেহজনক যেকোনো তথ্য আমরা যাচাই-বাছাই করে দেব।’
র্যাব ডিজি আরো বলেন, ‘এ ছাড়া অবৈধ, নিম্নমানের ও অস্বাস্থ্যকর পরিবেশে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোভস, কিটসহ অন্যান্য দ্রব্যসামগ্রী তৈরি, অবৈধ আমদানি ও বিক্রয়ের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মোট নয়টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৮টি প্রতিষ্ঠানের নয়জনকে বিভিন্ন মেযাদে কারাদণ্ড, ৬২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এক হাজার ২০০ কিটসহ বিপুল নিম্নমানের মাস্ক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।’
আবদুল্লাহ আল-মামুন আরো বলেন, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় মুহূর্তে মাদক, সন্ত্রাসী-দস্যুপনা ও জঙ্গি তৎপরতা বৃদ্ধিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব ব্যাপারে র্যাব সবসময় সচেতন আছে। কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না।’
‘র্যাব এই মুহূর্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। সরকারি বিভিন্ন সংস্থাও কাজ করছে। এরপরেও কেউ কেউ সামাজিক দূরত্ব ও লকডাউনের নিয়ম ভেঙে অলিতে-গলিতে জমায়েত হচ্ছে, আড্ডা দিচ্ছেন। আড্ডা-সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা যেখানেই তথ্য পাব- সন্ধ্যার পরে কোথাও আড্ডা, জমায়েত হলে, সামাজিক দূরত্ব মেনে চলা না হলে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে র্যাবের টহল আরো বাড়ানো হবে’, যোগ করেন র্যাব মহাপরিচালক।