৭২ ঘণ্টায় নতুন সুস্থ রোগী নেই
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ৭২ ঘণ্টায় কোনো রোগী সুস্থ হয়নি। আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মীরজাদী সেব্রিনা বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু ও ৫৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৭২ ঘণ্টায় নতুন করে কোনো রোগী সু্স্থ হননি।
অাইইডিসিঅারের পরিচালক বলেন, নতুন করে যারা সুস্থ হচ্ছেন না, তাদের একাধিক রোগ থাকার কারণে সুস্থ হতে বিলম্ব হচ্ছে । তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩৯ জন ও ঢাকার বাইরে ১৫ জন। আক্রান্তদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছে। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১১১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী পাঁচজন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী সাতজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী সাতজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন।