৮টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঝিনাইদহের মহেশপুর বিজিবি দর্শনা সীমান্ত এলাকা থেকে আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। আজ বুধবার (১২ এপ্রিল) সকালে আটটি স্বর্ণের বারসহ ওই চোরাকারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুলতান আহমেদ (৪৪)। তাঁর বাড়ি চাঁদপুর সদর উপজেলার গুণরাজধী গ্রামে।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভ্যানযোগে দর্শনা রেল স্টেশন এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশে সীমান্ত এলাকায় যাবে পাচারকারী। এ খবর পাওয়ার পর দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় বিজিবি অবস্থান নেয়। সকাল অনুমান ৭টার দিকে আটক করা হয় সুলতান আহমেদকে। এ সময় অভিনব কায়দায় পায়ের তালুর সঙ্গে সেন্ডেলসহ লুকিয়ে রাখা অবস্থায় আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৯৫৯ গ্রামের বেশি। আনুমানিক বাজার মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬০ টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচার করার জন্য আনা হয়েছে বলে বিজিবি ধারণা করছে। আটক ব্যক্তিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দ করা স্বর্ণ সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে।