হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুদ্ধ পূর্ণিমার কারণে আজ বুধবার দিনব্যাপী এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বাংলাহিলি কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্টসসহ বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আব্দুর রহমান লিটন আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।