মুন্সীগঞ্জে বিয়ারসহ আন্তজেলা ৪ মাদককারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা মাদক চোরাকারবারি দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গজারিয়া থানার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ইসমাইল হোসেন (৩১), মনির হোসেন (৩০) , বাদল (২০) ও সৌরভ (২০) ।
এ সময় তাদের কাছ থেকে ৮৫০টি আমদানি নিষিদ্ধ বিয়ারের ক্যান ও মাদক পরিবহণকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন জানান, গজারিয়া থানা পুলিশের একটি বিশেষ দল গতকাল গভীর রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় অবস্থান নেয়। আজ ভোর সাড়ে ৫টার দিকে সিলভার রঙের একটি গাড়িকে সন্দেহ হলে তারা থামতে সংকেত দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারিরা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তিন মাদক পাচারকারিকে গ্রেপ্তার করে। এ সময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে নয়টি বড় কার্টনে থাকা আমদানি নিষিদ্ধ ৮৫০টি বিয়ার ক্যান জব্দ করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। পরে তাদের দেওয়া তথ্যমতে, বালুয়াকান্দি উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে সৌরভ (২০) নামে আরও এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত চোরাকারবারি সবাই আন্তজেলা মাদক পাচারকারী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে গজারিয়া ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিদের আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ঘটনায় গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক বাদী হয়ে গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।