রাজশাহীতে ‘স্বর্ণ চোরাকারবারি’ আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/17/arrest-01.jpg)
রাজশাহীর গোদাগাড়ী থেকে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করার দাবি করেছে বিজিবি। আটক করা ওই ব্যক্তির নাম মুক্তার হোসেন।
বিজিবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভগবন্তপুর খেয়াঘাট থেকে তাঁকে আটক করা হয়। এ সময় মুক্তারের কাছ থেকে ৭০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
মুক্তার হোসেনের বাড়ি চাঁপাইনববাগঞ্জ জেলার রানীনগর (বকচর) গ্রামে।
বিজিবির গোদাগাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আইনুদ্দিন জানান, আটক করা চোরাকারবারি মুক্তার হোসেন ভারতে পাচার করার জন্য সাতটি স্বর্ণের বার নিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি স্বর্ণের বারসহ তাঁকে আটক করেছে।
কমান্ডার আইনুদ্দিন জানান, সাতটি বারে ৭০ ভরি সোনা রয়েছে।