ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী ৪৭ থেকে ৫৯
২০১৫ সালে বিশ্বে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৫৯তম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী এ তথ্য প্রকাশ করেছে। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ছিল ৪৭তম।
আজ মঙ্গলবার এ বছরের তালিকাটি প্রকাশ করা হয়েছে। এতে শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, ২০১৪ সালে স্বল্প ভোটারের অংশগ্রহণে সহিংস নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০০৯ সালে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
টানা দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়া নির্বাচন নিয়ে ফোর্বস লিখেছে, শেখ হাসিনার ওই জয়কে বলা হয়, ‘নির্বাচনী প্রহসন।’
ফোর্বস লিখেছে, শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মেয়ে। ১৯৮১ সালে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
ওই তালিকায় শীর্ষে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এরপরেই আছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তৃতীয় অবস্থানে আছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস।