সীমান্তে অপরাধ দমনে স্থানীয়দের সহায়তা চাইল বিজিবি
সীমান্তে মাদকপাচার, মানবপাচার, চোরাচালানসহ অন্যান্য অপরাধ দমনে সর্বস্তরের মানুষের সহায়তা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরার কালীগঞ্জের উকসা উচ্চ বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই জনসচেতনতামূলক মতবিনিময় সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন বিজিবির ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ।
লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ বলেন, সীমান্তে অপরাধ দমনে জনগণ সহায়তা দিতে এগিয়ে এলে সীমান্তের অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব। তিনি আরো বলেন, অবৈধ অনুপ্রবেশ, মাদকপাচার, নারী ও শিশু পাচাররোধে বিজিবি সব সময় প্রস্তুত।
খালেদ বিন ইউসুফ আরো বলেন, ‘গরু আনতে কোনো রাখাল ভারতে গেলে যেমন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাত থেকে রক্ষা পাবে না, তেমনি বিজিবিও ওদের ছাড় দেবে না। ভারতীয়রা তাদের নিজেদের তাগিদে গরু সীমান্তের জিরো লাইন পর্যন্ত পৌঁছে দিচ্ছে।’ এ জন্য অবৈধভাবে সীমান্ত পার হওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
ব্যাটালিয়ন অধিনায়ক আরো বলেন, ‘বিজিবি সদস্যরা সব সময় সীমান্তে কড়া নজরদারি রেখেছে। এমনটি হলে সীমান্ত অপরাধ নির্মূল করা সম্ভব হবে। তিনি এসব অপরাধের সাথে জড়িতদের হুঁশিয়ার করে দিয়ে আরো বলেন, ‘তাদেরকে আইনে সোপর্দ করে কঠোর শাস্তি দেওয়া হবে।’
সমাবেশে বিজিবি অধিনায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারুক আহমেদ প্রমুখ। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।