গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট

গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুট গুদামে আগুন জ্বলছে। ছবি : এনটিভি
গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুট গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
মোহাম্মদ মামুন বলেন, গাজীপুরের কোনবাড়ির আমবাগ এলাকায় রাত ৯টার দিকে একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। তবে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। আশা করছি আর ছড়াবে না।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোন হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।