নির্মাণাধীন ভবনের গর্তে ধস, ঝুঁকিতে সুন্দরবন হোটেল
রাজধানীর কারওয়ানবাজারে সুন্দরবন হোটেল এবং একটি নির্মাণাধীন ভবনের মাঝের রাস্তা ধসে গেছে। এতে পার্শ্ববর্তী সুন্দরবন হোটেলের বেজমেন্টের কিছু অংশ ধসে পড়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার পর হোটেলটির অতিথিদের সরিয়ে নেওয়া হয়েছে।
urgentPhoto
আজ বুধবার সকালে রাস্তা ডেবে পড়ার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনের জন্য গর্ত খোড়ার কারণে মাটি নরম হয়ে এ ঘটনা ঘটেছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এ সময় আনিসুল হক বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
ওই নির্মাণাধীন ভবনের কারণে আশপাশের মাটি দেবে যাওয়ার ফলে আশপাশে থাকা কয়েকটি দোকান ধসে পড়লেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকেই ঘটনাস্থলের আশপাশে লোকজন ভিড় করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিচ্ছে।
ফায়ার সার্ভিস ও ওয়াসা কর্তৃপক্ষ আশপাশের সড়কে ভারি যানবাহন চলাচলকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তারা ট্রাফিক পুলিশকে অনুরোধ করেছে যেন ওই এলাকায় ভারী কোনো যান চলাচল না করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, হোটেলের ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সুন্দরবন হোটেলের আশপাশের বেশ কয়েকটি ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে ওয়াসা কর্তৃপক্ষ সুন্দরবন হোটেলের পানির সরবরাহ লাইন বিচ্ছিন্ন করলেও ধসেপড়া জায়গায় পানি গড়িয়ে পড়ছে। এতে হোটেলটির বেজমেন্ট নরম হয়ে আরো ধসে পড়ার আশঙ্কা করছে ফায়াস সার্ভিস।