গাজীপুরে মাদ্রাসাছাত্র সাজিদের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/08/photo-1423401676.jpg)
গাজীপুরের শরিফপুর এলাকার মাদ্রাসাছাত্র সাজেদুর রহমান সাজিদের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী।
আজ রোববার সকালে শহরের ছয়দানা মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি করপোরেশনের কাউন্সিলর সানাউর রহমান, নিহত সাজিদের বাবা হাজি নাসির উদ্দিন। বক্তারা সাজিদ হত্যা মামলার আসামি ফয়সাল ও মিলনকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, হারুন সিপাই, মাওলানা জহিরুল ইসলাম, আক্তার সিপাই, আবদুল মতিনসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী ও এলাকাবাসী।
গত ১৭ ডিসেম্বর সাজিদকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণের টাকা না পেয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করলেও দুজন আসামি এখনো পলাতক। তারা সাজিদের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাজিদের বাবা।