কক্সবাজারে মানবপাচারকারী সন্দেহে দুজন আটক
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার ইসলামাবাদ থেকে মানবপাচারকারী সন্দেহে দুজনকে আটক করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে দুই লাখ টাকা ও নয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ওই দুজনকে আটক করা হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৭-এর কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
আটক দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ্পরীর দ্বীপের নূর মোহাম্মদের ছেলে নূর হাফেজ ও একই এলাকার মো. পেটান আলীর ছেলে হাসান শরীফ।
র্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর জিয়া জানান, ওই দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালয়েশিয়ায় মানবপাচার করছিলেন। এ ছাড়া বিভিন্ন জনকে পাচার করে পরিবারের কাছ থেকে মুক্তিপণও আদায় করে আসছিলেন তাঁরা। তিনি বলেন, সম্প্রতি টেকনাফে অভিযান শুরু হলে তাঁরা স্থান পরিবর্তন করে ঈদগাঁও এলাকায় গিয়ে আত্মগোপন করেন। খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাঁদের আটক করে।