মাগুরায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার
মাগুরায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সিংড়া থৈপাড়া মাঠ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
শালিখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সালাম জানান, আজ বুধবার সকালে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে সিংড়া থৈপাড়া মাঠ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় নিহত ব্যক্তির হাত-পা ও মুখ গামছা এবং জামাকাপড় দিয়ে বাঁধা ছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত পাওয়া গেছে বলেও জানান ওসি।
ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিকল্পিতভাবে তাঁকে কে বা কারা হত্যা করে ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান এএসআই আব্দুস সালাম। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।