বাজেটে সংসদের বরাদ্দ কমছে
আসন্ন আগামী ২০১৫-১৬ অর্থবছরে সংসদ সচিবালয়ের জন্য ২০৩ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে সংসদ সচিবালয় কমিশনের ২৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে জাতীয় সংসদের কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক অংশ নেন। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ২০৩ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অনুন্নয়ন খাতে ১৯৭ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ছয় কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।
সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আগামী অর্থবছরে বরাদ্দ কম হওয়ার বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘গতবার আমাদের বরাদ্দ ছিল ২১৯ কোটি টাকা। সংসদের ডাটাসেন্টার নির্মাণের জন্য নয় কোটি টাকা বরাদ্দ ছিল, যা আগামী অর্থবছরে আর প্রয়োজন নেই। এ জন্য বরাদ্দ কিছুটা কমেছে।’
এ ছাড়া বিগত ২৫তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আশরাফুল মকবুল, অর্থ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।