বার কাউন্সিল নির্বাচন ১৩ আগস্ট
আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ১৩ আগস্ট করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ১২ জুলাইয়ের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বার কাউন্সিল নির্বাচন স্থগিত করার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর তিনজন হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।urgentPhoto
আদেশে উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়নে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বার কাউন্সিলের সচিব আলতাফ হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, বার কাউন্সিলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ৩০ মে। কিন্তু নির্বাচনের আগে পর্যন্ত বর্তমান কমিটিই বহাল থাকবে।
গত ২১ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে বার কাউন্সিল আইন-২০০৩ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বার কাউন্সিল ২০১৫ সালের নির্বাচন কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ে রিটকারীর আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘বাংলাদেশ বার কাউন্সিল ১৯৭২ সালের মূল রুলসে একজন ভোটারের ১৪টি ভোটাধিকার প্রয়োগের কথা বলা হয়েছে। অথচ ২০০৩ সালে নিয়ম করা হয়, একজন ভোটার মাত্র সাতটি ভোট প্রয়োগ করতে পারবেন, যা মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাই রিট করেছি। আদালত শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।’
গত ১৭ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টে একটি রিট করেন। এই রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন।
২৭ মে বার কাউন্সিলের এবারের নির্বাচনে ভোট গ্রহণের জন্য দিন নির্ধারণ ছিল। শুরু থেকে এ নির্বাচন ২০ মে দিন নির্ধারণ থাকলেও পরে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ মে কাউন্সিলের এক জরুরি সভায় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।