সেনাবাহিনীর উন্নয়নে সরকারের গতি অব্যাহত থাকবে
সেনাবাহিনীর আধুনিকায়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনাসদরে সম্মেলন কক্ষে জেনারেলস কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দিয়ে সূচনা বক্তব্য রাখেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ও তদুর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নেন। ২০১৫ সালে সেনাবাহিনী উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর মধ্যে এই ধরনের প্রথম বৈঠক এটি।
সূচনা বক্তব্যে শেখ হাসিনা আশা করেন, সিনিয়র সেনা কর্মকর্তারা পারস্পরিক আস্থা, সমব্যথী, ভাতৃত্ব ও দায়িত্ববোধ, দায়িত্বশীলতা ও সর্বোপরি শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘আমাদের সরকারের দুই মেয়াদে (১৯৯৬-২০০১, ২০০৯-২০১৪) সেনাবাহিনীর অবকাঠামো খাতে অবিস্মরণীয় উন্নয়ন হয়েছে। এরপরও তথ্যপ্রযুক্তির যুগে সেনাবাহিনীর আরো পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। আমাদের সরকারের তৃতীয় মেয়াদেও সেনাবাহিনীর অবকাঠামো উন্নয়নের গতি অব্যাহত থাকবে।’
প্রধানমন্ত্রী বলেন, দেশের দক্ষিণাঞ্চলে পদ্মা নদীর তীরে সেনাবাহিনীর আরেকটি পদাতিক ডিভিশন স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে।
অন্যান্য দায়িত্বের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা পদ্মা সেতু নির্মাণকাজের তদারকি সবচেয়ে সতর্কতার সঙ্গে করবেন বলেও সরকারপ্রধান আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের দৃঢ় উদ্যোগের কারণেই দেশে ও বিশ্ব মঞ্চে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা বেড়েছে।’