দিনাজপুরে সেতু ভেঙে বাস ও ট্রাক নদীতে
দিনাজপুর-ফুলবাড়ী সড়কে লোহার সেতু (বেইলি ব্রিজ) ভেঙে একটি যাত্রীবাহী বাস, তিনটি ট্রাক ও একটি ট্রাক্টর নদীতে পড়ে গেছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই দুর্ঘটনায় আহত হয়েছে মোট ১৫ জন। তবে নিহতের কোনো খবর এখনও মেলেনি। ঘটনার পর দিনাজপুর-ফুলবাড়ী সড়কে যান চলাচল বন্ধ আছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, ‘দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সেতুটির মাঝখানে যাওয়ামাত্র সেটি বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় বাসের পেছনে থাকা তিনটি ট্রাক ও একটি বালুবাহী ট্রাক্টর নদীতে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া জানিয়েছেন, ‘গাড়িগুলো উদ্ধারসহ সেতুটি নির্মাণে কাজ শুরু হয়েছে।’
এদিকে সেতু ভেঙে পড়ায় দিনাজপুর থেকে ছেড়ে আসা যানগুলোকে সৈয়দপুর-রংপুর হয়ে ঘুরে যেতে হচ্ছে।