রাস্তার পাশে দাঁড়ানো বিক্রয় প্রতিনিধির প্রাণ নিল বাস
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় হাসান আলী নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। তিনি র্যাংকস ফার্মাসিটিক্যালস লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার দুপুরে উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের বুড়বুড়ি মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাসচালক সিরাজুল ইসলাম ও তাঁর সহকারী ইউসুফকে আটক করা হয়েছে।
নিহত হাসান আলী উপজেলার নাকুরগাছি এলাকার হানিফ আলীর ছেলে।
পুলিশ জানায়, হাসান আলী একটি অটোরিকশা থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগামী বাস তাঁকে চাপা দেয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।