শেখ হাসিনা-খালেদা জিয়া বৈঠক চাইল বিএনপি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার আগেই দুই দেশের অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
urgentPhoto
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান।
ভারতের প্রধানমন্ত্রী আগামী ৬ জুন দুদিনের সফরে ঢাকা সফরে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর। বিএনপি আগেই নরেন্দ্র মোদির সফরকে স্বাগত জানিয়েছে।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় বসবেন, কী করে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনিষ্পন্ন বিষয়গুলো নরেন্দ্র মোদি যখন বাংলাদেশে আসছেন তখন কীভাবে এটা উত্থাপন করলে নিষ্পত্তি করা যায়- সে ব্যাপারে তাঁরা (ভারত) আন্তরিক হবেন।
‘এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে পারবেন, আমি যে কথাগুলো বলছি, যে বিষয়গুলো তুলছি, যে দাবিগুলো উত্থাপন করছি- সেগুলো নিয়ে আমাদের মধ্যে একটি কনসেনসাস আছে, রাজনৈতিক সব দলের মধ্যে কনসেনসাস আছে,’ যোগ করেন রিপন।