সিলেটে দুই দিনব্যাপী কবি নজরুলের জন্মোৎসব পালিত
‘জাগো চির অমলিন দুর্জয় ভয়হীন’ স্লোগানে সিলেটে শেষ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবর্ষ উদযাপন আয়োজন।
আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট নজরুল পরিষদের আয়োজনে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীমা চৌধুরী। বক্তব্য রাখেন নজরুল পরিষদের সদস্য সচিব নীলাঞ্জন দাশ টুকুসহ সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতারা।
এ সময় বক্তারা বলেন, অলোকসামান্য প্রতিভার অধিকারী কবি নজরুল ইসলামের সমগ্র রচনায় মানবহৃদয়ের বিচিত্র রূপ, ইতিহাস, ঐতিহ্য ফুটে উঠেছে। তাঁর সাহিত্যের সামগ্রিক মূল্যায়ন এবং তাঁর দর্শনের ঐশ্বর্য পূর্ণরূপে উদঘাটিত হোক এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা শেষে নৃত্যশৈলী সিলেটের পরিবেশনায় ‘আজি নৃত্যছন্দে কুসুমচয়নে’ শীর্ষক নৃত্য প্রদর্শিত হয়। পরে আবৃত্তি, নৃত্য, নজরুলসংগীত ও নজরুলের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
গত সোমবার আয়োজনের প্রথম দিন নজরুল চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দ্বৈতস্বর, সারেগামা, সুরবাণী, নৃত্যরং, সিলেট ললিতকলা একাডেমি ও নজরুল সংগীতশিল্পী পরিষদ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।