স্যার না বলায় ক্ষেপে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করার হুমকি এসপির!
স্যার না বলে এসপি সাহেব বলায় যুবঅধিকার পরিষদের নেতৃবৃন্দের ওিপর ক্ষেপে লাঞ্ছিত করলেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। ঘাড় ধাক্কা দিয়ে বের করার হুমকিও দেন এসপি। এসময় তিনি আরও বলেন, রাজনীতি আপনারাও করেন আমিও করে আসছি। আমি চাকরি ছেড়ে দিলে ইলেকশন করতে পারব এবং বিএনপি থেকে করতে পারবো।
বুধবার দুপুরে যুবফোরামের দায়ের করা একটি মামলা নিয়ে কথা বলতে গেলে সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেটি ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারকে সাহেব না বলে কি বলবো বলে দেন? এমন কথার পর পুলিশ সুপার উত্তেজিত হয়ে যুবঅধিকার পরিষদের নেতাদের আপনাদের আমার পছন্দ না। যান গিয়ে কি ছিড়তে পারেন ছিড়েন গিয়ে। যান! একদম ঘাড় ধরে বের করে দিব। বেয়াদবি করতে আইছো না! বেশি পণ্ডিত হয়ে গেছো বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন।
এ ঘটনার পর পর বিকেলে পৌর শহরের হাছননগরে যুব অধিকার পরিষদের মাতৃসংগঠন গণঅধিকার পরিষদ তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ ঘটনার নিন্দা জানিয়ে পুলিশ সুপারের দ্রুত অপসারণ ও শাস্তি দাবি করেন।
এসময় সুনামগঞ্জ গণঅধিকার ফোরামের সিনিয়র সদস্য তিমন জানান, সুনামগঞ্জের পুলিশ সুপারকে স্যার না বলে সাহেব বলায় যুব অধিকার ফোরামের সদস্যদের সাথে চরম দুর্ব্যবহার করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার। আমাদের সদস্যদের ঘাড় ধাক্কা দিয়েও বের করে দিতে চেয়েছেন তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশ সুপারের কোন বক্তব্য পাওয়া যায়নি।