‘আইনশৃঙ্খলার ব্যর্থতায়’ এমপি লিটন খুন!
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন খুন হয়েছেন বলে মন্তব্য করেছেন কৃষকশ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, এতে আইনশৃঙ্খলার প্রচুর ব্যর্থতা রয়েছে। এর কারণ হচ্ছে, যোগ্য লোকরা যোগ্য জায়গায় নেই। বিশেষ করে যাদের কাছে আমাদের জীবনের নিরাপত্তার দায়িত্ব সেই সশস্ত্র যেকোনো বাহিনী।
আজ মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ায় নিহত এমপি লিটনের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন কাদের সিদ্দিকী। এ সময় বাসায় ঢুকে হত্যাকাণ্ডস্থল পরিদর্শন করেন। পরে দলের নেতাকর্মীদের নিয়ে এমপি লিটনের কবরে ফুল দিয়ে মোনাজাত করেন।
কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘এখন সাধারণ মানুষের কোনো রকমের নিরাপত্তা নেই। আগামীকাল কী হবে আমরা কেউ বলতে পারি না। আমি যে এসেছি, রাস্তায় আমি আক্রান্ত হব কি না এটাও জানি না।’ তিনি এমপি লিটন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
কৃষকশ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘একজন সংসদ সদস্য যদি এভাবে খুন হন তাহলে সাধারণ মানুষের কী হবে। সরকার বলছে তারা খুবই ভালো অবস্থানে আছে, রাষ্ট্র খুবই ভালো চলছে। একজন সংসদ সদস্য ঘরে খুন হলেন এর থেকে ব্যাড (খারাপ) আর কি হতে পারে। সভা-সমিতিতে হতো, মিছিল মিটিংয়ে হতো তবু না হয় একটা কথা ছিল।’
গত বছরের ৩১ ডিসেম্বর বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গার নিজ বাড়িতে সংসদ সদস্য লিটনকে পাঁচটি গুলি করে দুর্বৃত্তরা। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।