জয়পুরহাটে বিএনপির মিছিলে বাধা, গুলি
জয়পুরহাটে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে জেলা বিএনপির বের করা বিক্ষোভ মিছিল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জয়পুরহাটে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। মিছিলটি রেলগেট পার হয়ে পূর্ব দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করতে দেয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের দাবি, পুলিশে মিছিলের সামনে থেকে একটি ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করে দেয়।
তবে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, ‘পুলিশ নয়, বিএনপির মিছিল থেকে ফাঁকা গুলি করার কথা শোনা গেছে। যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে।’
পুলিশি বাধায় বিক্ষোভ মিছিলটি বাধ্য হয়ে দলীয় কার্যালয়ের ফিরে যায় এবং সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে মোজাহার আলী প্রধান বলেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়েছে।