নবীনগরে নিজ ঘরে নারী ইউপি সদস্য খুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ইয়াসমীন বেগমের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার রাতে উপজেলার উত্তর বিটঘর গ্রামের নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা এনটিভি অনলাইনকে জানান, রাতে পরিবারের লোকজন তাঁর ঘরের দরজায় কড়া নাড়ে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ইয়াসমীনের গলাকাটা লাশ দেখতে পান। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। রাত ৮টা থেকে সাড়ে ৮টার দিকে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ বলেন ওসি।