ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ক্যারম খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। শনিবার সন্ধ্যায় উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ত্রিশোর্ধ্ব আবদুল আহাদ ওই গ্রামের বাসিন্দা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা এনটিভি অনলাইনকে জানান, ক্যারম খেলাকে কেন্দ্র করে গ্রামের বড়বাড়ী ও হাজির গোষ্ঠীর লোকজনের মধ্যে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষে বাধে। সংঘর্ষের সময় ঘটনাস্থলেই দেশীয় অস্ত্রের আঘাতে আহাদ মারা যান।
আহতদের মধ্যে ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের কুমিল্লা সদর হাসপাতাল ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।