সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
সাতক্ষীরায় মোটরবাইকের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন মারুফ নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা ৩টার দিকে কালীগঞ্জ সড়কের আলীপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, মারুফ মোটরবাইক চালিয়ে দেবহাটার দিকে যাচ্ছিলেন। আলীপুর হাটখোলা ও পুষ্পকাটির মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ওই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারুফ গুরুতর আহত হন। পরিবারের সদ্স্যরা দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি ফিরোজ হোসেন মোল্লা আরো বলেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে মারুফের লাশ তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার শিমুলবাড়িয়ায় নিয়ে যায়। তবে ময়নাতদন্তের জন্য লাশ আবারও সদর হাসপাতাল মর্গে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
যুবলীগের ওই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি মো. আবদুল মান্নানসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।