বরিশালে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/11/photo-1484130760.jpg)
বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় আবদুল ওহাব মোল্লা (৫০) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। তিনি পটুয়াখালীর উজিরপুরের এ আর রব কমপ্লেক্স নূরানী মাদ্রাসার অধ্যক্ষ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উজিরপুরের ইচলাদী এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ মোল্লা তাঁর মৃত্যুর খবরটি জানিয়ে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে আবদুল ওহাব মোল্লার মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনার বিষয়ে বরিশাল কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত করাতে রাজি না হওয়ায় সুরতহাল শেষে মৃতদেহ নিয়ে গেছেন।