মানবপাচারের মামলা সিআইডির মাধ্যমে তদন্তের দাবি

মানবপাচারের মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাধ্যমে তদন্ত এবং মানবপাচারের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। একই সাথে তিনি বিদেশে আটক মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার করে তাঁদের ও পরিবারের সদস্যদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।
আজ রোববার বিকেলে কক্সবাজার জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সালমা আলী এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সালমা আলী জানান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে মানবপাচারের শিকার হাজার হাজার বাংলাদেশি উদ্ধার হচ্ছে। যারা এসব বাংলাদেশিকে পাচার করেছে সেসব পাচারকারী এবং তাঁদের গডফাদাররা এখনো ধরাছোঁয়ার বাইরে। বিজিবি, পুলিশ, কোস্টগার্ড- এসব গডফাদারের নাম-ঠিকানা জানে। মানবপাচারের সাথে আইন প্রয়োগকারী সংস্থার অনেক সদস্যও জড়িত বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সালমা আলী মানবপাচারের ঘটনায় দায়ের করা মামলার বিচার পরিচালনা করার জন্য কক্সবাজারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। সেই সাথে মানবপাচারকারীদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জাতীয় মহিলা আইনজীবী সমিতির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।