পঞ্চগড়ে গৃহবধূর লাশ, স্বজনদের দাবি হত্যা
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পারভীন আকতার (২৩) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পারভীনের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, প্রায় পাঁচ বছর আগে উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও এলাকার মো. জালাল উদ্দীনের মেয়ে পারভীন আকতারের সঙ্গে একই উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ এলাকার সুমন রানার বিয়ে হয়।
পারভীনের চাচা আইয়ুব আলী অভিযোগ করেন, সুমনের বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া-বিবাদ হতো। তাঁদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পারভীন চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। শনিবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়।
রোববার সকালে সুমনের মা পারভীনকে ডাকতে যান। এ সময় ওড়না দিয়ে ঘরের ভেতর পারভীনকে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয় বলে জানান আইয়ুব আলী।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এনটিভি অনলাইনকে জানান, পারভীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবার হত্যা মামলা করবে বলে পুলিশকে জানিয়েছে।