ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান ছানা সরদারের ইন্তেকাল
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঈশ্বরদী এক্সপ্রেসের মালিক বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী সাজাহান আলী ছানা সরদার (৫৫) আর নেই। আজ সোমবার দুপুর ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সদা হাস্যোজ্জ্বল সাজাহান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে ঈশ্বরদী উপজেলা পরিষদে অফিসের কাজ শেষে উপজেলা পরিষদের সামনে ইসমাইলের দোকানে একটি সালিস বৈঠক করার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শ্যামল কুমার রায় তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ মাগরিবের নামাজের পর উপজেলার সাঁড়ার আসনা ফুটবল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা।
ছানা সরদারের মৃত্যুতে ঈশ্বরদীতে শোকের ছায়া নেমে এসেছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নুসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতারা ছানা সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।