কলেজশিক্ষক হত্যা : জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম
নাটোরের লালপুরে কলেজশিক্ষক মোশাররফ হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্টের ব্যানারে আজ রোববার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আগামী সাত দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়।
শিক্ষকরা জানান, হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে ক্লাস বর্জনসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হায়দার আলীসহ অন্য শিক্ষকরা।
গত ১২ জানুয়ারি জেলার লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজের প্রভাষক মোশারফ হোসেনকে তিনখুঁটি এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কেউ আটক হয়নি।