সারাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ছিল আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তাঁর ডাকনাম কমল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শেখ মুজিবুর রহমান নির্মমভাবে সপরিবারে হত্যার শিকার হন। এরপর ঘটনাবহুল ৭ নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে নিহত হন তিনি।
আজ রোববার (১৯ জানুয়ারি) সারাদেশে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে। প্রতিধিদের পাঠানো প্রতিবেদন :
আইয়ুব আলী, ময়মনসিংহ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে মুক্তাগাছা পৌর বিএনপির উদ্যোগে ১০ হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
এ সময় মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, আরিফ রব্বানী টুটুলসহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
বগুড়ায়ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ জন্মদিন পালন পালন করা হয়েছে। শহরের কলোনি এলাকায় আজ দুপুর ২টায় চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু কম্বল বিতরণ করেন।
অপর দিকে জেলার সারিয়াকান্দি উপজেলার চক বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদলে সভাপতি আবদুল মোনায়েম মুন্না অসহায় জনগণের মধ্যে কম্বল বিতরণ করেন।
আজ বিকেল ৩টায় জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সারিয়াকান্দি উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে সিরাজগঞ্জে হতদরিদ্র পাঁচ শতাধিক শীতার্তর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শহরের বিএড কলেজ মাঠে সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি নেতা কর্নেল, ফরহাদ হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন ও হারুনর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তমাল, যুবনেতা সুরুজ, হাসান, জেলা তরুণ দলের নেতা বাবু, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা ফাহিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা মোস্তফা জামান বলেন, সততা, স্বাধীনতা ও মানবতার প্রতিক স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণের এই আয়োজন।
ভজন দাস নেত্রকোনা
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী নেত্রকোনায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আজ বিকেলে ছোটবাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, কৃষকদলের জেলা সভাপতি সালাউদ্দিন খান মিলকীসহ জেলা বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল শ্রমিকদল সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সভা শেষে দলীয় প্রধানসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং দেশ ও জাতীর শান্তি কামনায় দোয়া করা হয়।
আসমাউল আসিফ, জামালপুর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে জামালপুর জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহসভাপতি শফিউর রহমান শফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ বক্তব্য দেন। এরপর এক হাজার দুঃস্থ, দরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে হতদরিদ্রের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মহফিলেঅনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলার পাঁচ শতাধিক নারী ও পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
বেলাব উপজেলা বিএনপিনেতা হাজি আব্দুল কুদ্দুস ভুঁইয়ার সভাপতিত্বে এবং বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল হোসেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজলসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। আজ দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ড শাখার আয়োজনে এই কর্মসূচিতে শহর বিএনপির যুগ্ম আহ্বায় কাজী আবু সুফিয়ান বিপ্লব ও জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় দুই শতাধিক মানুষের মধ্যে কম্বল তুলে দেন অতিথিরা।
পরে জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
ফারুক হোসেন, দিনাজপুর
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথির ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ কুদ্দুস আজাদ।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির স্থগিত করা সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সহসভাপতি মো. খালেকুজ্জামান বাবু, আলহাজ মাহবুব আহমেদ, আলহাজ আবু বকর সিদ্দিক, আলহাজ সোলায়মান মোল্লা, হাফিজুর রহমান সরকার, নাজমা মাসির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, জেলা তাঁতিদলের সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতু, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহিন খান, জেলা জাসাসের আহ্বায়ক আখতারুজ্জামান আক্তারসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মাহবুব আহমেদ।