বিবিসি বাংলার সিরাজুর রহমান আর নেই
প্রখ্যাত সাংবাদিক ও বিবিসি রেডিওর বাংলা বিভাগের সাবেক উপপ্রধান সিরাজুর রহমান (৮১) আজ লন্ডন সময় দুপুর ১২টায় লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
urgentPhoto
আজ রাতে বিবিসি বাংলায় প্রকাশিত খবরে বলা হয়, সিরাজুর রহমান ১৯৬০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে যোগদান করেন এবং ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে বিবিসি বাংলা বিভাগ থেকে অবসর গ্রহণ করেন।
সিরাজুর রহমান বসবাস করতেন নর্থ লন্ডনে। বিবিসি থেকে অবসর গ্রহণের পর তিনি লন্ডনেই স্ত্রীসহ বসবাস করছিলেন। তাঁর এক ছেলে এবং এক মেয়ে আগেই মৃত্যুবরণ করেছেন।
১৯৩৪ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন সিরাজুর রহমান। কলকাতায় পড়াশোনা শেষে দৈনিক আজাদ, দৈনিক নবযুগ ও সাপ্তাহিক মিল্লাতে কাজের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ সাংবাদিকজীবনের সূচনা হয়।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিবিসির বাংলা রেডিও অনুষ্ঠানে তাঁর অবদানের জন্য সিরাজুর রহমান বাংলাদেশের জনগণের কাছে এক কিংবদন্তীতে পরিণত হন।
১৯৯৪ সালে বিবিসি থেকে অবসর নেওয়ার পর সিরাজুর রহমান বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিতভাবে কলাম লিখতেন।