সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আর নেই
সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন মারা গেছেন। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এনটিভি অনলাইনকে বিচারপতি রুহুল আমিনের মৃত্যুর খবরটি জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ।
সাব্বির ফয়েজ এনটিভি অনলাইনকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই বিচারপতি রুহুল আমিন বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
এম এম রুহুল আমিন ছিলেন বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি। ২০০৮ সালের ১ জুন তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। পরে ২০০৯ সালের ২২ ডিসেম্বর তিনি অবসরে যান।
এম এম রুহুল আমিন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের বাবা ছিলেন।