পলিথিন ব্যাগে ‘ভারত থেকে এসেছে’ ছয় কন্যাশিশুর লাশ
নীলফামারীতে তিস্তার চর থেকে একটি পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ছয় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকদের সবাই মেয়ে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের তিস্তার চর থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, আজ দুপুরে চরে পলিথিনে মোড়ানো অবস্থায় ছয়টি পাঁচ-ছয় মাস বয়সী মেয়ে নবজাতকের লাশ দেখতে পায় এলাকাবাসী। এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, লাশগুলো ভারত থেকে ঢলে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়ছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
টেপা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীনও দাবি করেন, লাশগুলো উজানের ঢলে ভারত থেকে ভেসে এসেছে।