পঞ্চগড় জেলা পরিষদের নতুন চেয়ারম্যানের আখক্ষেতে অগ্নিকাণ্ড
পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর একটি আখক্ষেতে আগুন লেগে প্রায় দুই একর জমির আখ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মিরগড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ দুপুর ১২টার দিকে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর আখক্ষেতের মাঝখানে হঠাৎ ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো আখক্ষেতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হাবিলদার আমিনুল ইসলাম বলেন, সময় মতো ফায়ার সার্ভিসের কর্মীরা না গেলে আগুন আরো ছড়িয়ে পড়ত। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
জেলা পরিষদের চেয়ারম্যানের ভাই কাচ্চু জানান, আগুনে দুই একর জমির আখ পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের স্থগিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আমানুল্লাহ বাচ্চু। তিনি পান ১৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক পান ১২২ ভোট। নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন ভোট পান ১১৯টি, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন পান ১০১টি, স্বতন্ত্র প্রার্থী মো. দেলদার রহমান ভোট পান ৯৪টি, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম ভোট পান ছয়টি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এবং জাতীয় পার্টির (জেপি) বোদা উপজেলা কমিটির আহ্বায়ক এ এইচ এম ফজলুল হক দুটি করে ভোট পান।