বাংলাদেশে সাউন্ড গ্রেনেড রেখে ভারতে পলায়ন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত সীমান্ত থেকে একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সারিয়ালজোত কানকাটা সীমান্তের ৪৩৬ মেইন পিলার এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ জানান, সারিয়ালজোত সীমান্তে হাবিলদার সাহিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় পাঁচ-ছয়জনের একটি দল বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিনের ব্যাগে গ্রেনেডটি রেখে ভারতে প্রবেশ করে। পরে বিজিবির টহলদলটি সেটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। গ্রেনেডের গায়ে ইংরেজিতে লেখা ছিল লট নং ৫১। এ ধরনের সাউন্ড গ্রেনেড ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্যবহার করে বলে তিনি জানিয়েছেন।
খবর পেয়ে বিজিবির রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ, ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী, রংপুর অঞ্চলের লেফটেন্যান্ট কর্নেল তৌফিকসহ বিজিবির কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তেঁতুলিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। সেই সঙ্গে ভারতের বিএসএফের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে।