নেত্রকোনায় তিনদিনের ইজতেমা শুরু
নেত্রকোনায় আজ থেকে শুরু হয়েছে তিনদিনের আঞ্চলিক ইজতেমা। জেলা শহরের রাজুর বাজার এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
বিশ্ব ইজতেমার পর নেত্রকোনায় বড় ইজতেমাকে ঘিরে জেলা সদরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রায় ৫০ একর জমিতে এজতেমা মাঠ এখন মুসল্লিদের পদচারণে মুখর।
ইজতেমার মাঠে বিভিন্ন উপজেলা থেকে মুসল্লির পাশাপাশি বিদেশিদের উপস্থিতিও দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে ‘হেদায়েতি বয়ান’ শুরু হয়েছে। এর আগে ‘আমবয়ানের’ মধ্যদিয়ে ইজতেমার শুরু হয়। ২৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।
ধর্মপ্রাণ মুসল্লিদের যাতে ইবাদত-বন্দেগি করতে কোনো ধরনের দুর্ভোগে পড়তে না হয় ইজতেমাস্থলে আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তা চৌকি, অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প, নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে।
নেত্রকোনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ আবু নাসের বৃহস্পতিবার সকালে ইজতেমার মাঠ পরিদর্শন শেষে বলেন, তিনদিনব্যাপী ইজতেমা চলাকালে র্যাব পুলিশসহ প্রায় সাত শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয়, সে ব্যাপারে সিসি ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি থাকবে।
নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মুশফিকুর রহমান বলেন, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।