চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে আহত দুজনের মৃত্যু
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে আহত চারজনের মধ্যে দুজন মারা গেছেন।
গতকাল শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, দাদি ছমুদা বেগম (৭০) এবং নাতনি তনিমা আফরিন ইপ্তি (১৭) গভীর রাতে মারা গেছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল।
গতকাল শুক্রবার ভোরে নগরীর দেওয়ান বাজার এলাকার নিরাপদ হাউজিংয়ের ছয়তলা ভবনের তৃতীয় তলায় গ্যাস বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় একই পরিবারের তিন সদস্যসহ চারজন আহত হন।
নিহত আফরিনের বড় ভাই আরিফুল ইসলাম চৌধুরী (৩০) চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একই ভবনের প্রতিবেশী মাহমুদুল হককে (৫৫) প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।