চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
চট্টগ্রাম নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার ভোর ৫টায় নগরীর দেওয়ান বাজারে নিরাপদ আবাসিক এলাকায় একটি ছয়তলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ছমুদা বেগম (৬০), তনিমা আফরিন (১৭) ও আরিফুল (২৭)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল ইসলাম জানান, একই পরিবারের ওই তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে ছমুদা বেগম ও তনিমার অবস্থা গুরুতর।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিরাপদ আবাসিক এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় ভোর ৫টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সে সময় গৃহকর্তা মোতালেব সস্ত্রীক গ্রামের বাড়ি ছিলেন। বাড়িতে ছিলেন তাঁর মা ও দুই সন্তান।