এসিড নিক্ষেপের মামলায় চাচা-ভাতিজার যাবজ্জীবন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/09/photo-1423482513.jpg)
এসিড নিক্ষেপের মামলায় চাচা-ভাতিজাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা (১ম) জজ আদালতের বিচারক শেখ মো. নাসিরুল হক আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের সোহরাব আলী (৪৯) ও তাঁর ভাতিজা নজরুল ইসলাম (৩৪)।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিরাজুল হক সরকার সাংবাদিকদের জানান, জমির বিরোধ নিয়ে ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি গভীর রাতে বাইরে বের হলে মৃত আব্দুস সাত্তারের স্ত্রী জরিনা খাতুনকে (৫২) আসামিরা এসিড নিক্ষেপ করেন।
এ ঘটনায় জরিনার ছেলে রুহুল আমিন বাদী হয়ে তাঁর মামা সোহরাব আলী ও তাঁর ভাতিজা নজরুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
আদালত দুজনকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বলে জানান আইনজীবী সিরাজুল হক সরকার। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন সানোয়ার হোসেন।