বাস-ইজিবাইক দ্বন্দ্বে হবিগঞ্জে রাস্তা অবরোধ
ব্যাটারিচালিত ইজিবাইক চালকরা চারটি বাস ভাঙচুর করায় বিক্ষুদ্ধ বাস মালিক-শ্রমিকরা পাঁচ ঘণ্টার জন্য ঢাকা-হবিগঞ্জ মহাসড়ক আবরোধ করে। এতে হবিগঞ্জ-নবীগঞ্জের আঞ্চলিক সড়কে কোনো যানবাহন চলাচল না করায় দুর্ভোগে পড়ে যাত্রীরা।
আজ রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
বাস ভাঙচুরের অভিযোগে দুই ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন দৌলতপুর গ্রামের ধন মিয়া ও আবদুল আউয়াল।
স্থানীয়রা জানিয়েছে, সম্প্রতি বাস মালিক-শ্রমিকরা একাধিক ইজিবাইক ভাঙচুর ও চালককে নির্যাতন করে। এরই প্রতিবাদে কয়েকদিন ধরে ইজিবাইক মালিকরা আন্দোলন করে আসছে। তারই অংশ হিসেবে আজ সকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলীগঞ্জে চারটি বাস ভাঙচুর করে ইজিবাইক চালকরা। এতে ক্ষুব্ধ হয়ে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-মহাসড়ক অবরোধ করা হয়। অবরোধের কারণে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, আজ আলীগঞ্জ বাজারে কয়েকটি বাস ভাঙচুরের ঘটনায় যান চলাচল বন্ধ করে দেয় বাস মালিক-শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।