পঞ্চগড়ে ব্যবসায়ীকে গলা টিপে হত্যার চেষ্টা, পুকুরে বিষ
পঞ্চগড়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও গলা টিপে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যবসায়ীর নাম আবু বক্কর সিদ্দিক। তাঁর বাড়ি জেলা শহরের তুলারডাঙ্গা এলাকায়। তিনি মিষ্টির ব্যবসা করেন। গুরুতর আহতাবস্থায় তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) ভবেশ পাল জানান, সোমবার গভীর রাতে দোকান বন্ধ করে ফেরার পথে বাড়ির সামনে দুর্বৃত্তরা তাঁকে বেধড়ক মারপিট করে। এ সময় তাঁকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন আবু বক্কর সিদ্দিক বলেন, ‘হামলাকারীদেরআমি চিনতে পেরেছি। তারা আমার পকেট থেকে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সেই সঙ্গে তারা আমার পুকুরে বিষ দিয়েছে।’
ব্যবসায়ীকে মারপিট ও পুকুরে বিষ দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।