মহাসড়কে আবর্জনার ভাগাড় দেখে সেতুমন্ত্রীর ক্ষোভ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আট লেন নির্মাণকাজের অগ্রগতি দেখতে আসেন। এ সময় তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মুক্তি সরণীর পাশে আবর্জনার ভাগাড় দেখে ক্ষোভ প্রকাশ করেন।
ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশন মহাসড়কে এভাবে ময়লা-আবর্জনা স্তূপ করে ফেলে রেখে পরিবেশদূষণ করছে। বৃষ্টি হলে সড়কের ওপর এ ময়লা ছড়িয়ে কাদায় সয়লাব হবে। তিনি ময়লা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার এবং ফুটপাত মুক্ত করতে দেড় মাস সময় বেঁধে দেন মন্ত্রী।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন, নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী রৌশনী এ ফাতেমা ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা চৌধুরী।