পঞ্চগড়ে ‘ইয়াবাসহ’ দুজন আটক
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় দুজনকে আটক করেছে র্যাব-১৩। তাঁদের কাছে এক হাজার ইয়াবা পাওয়া গেছে বলে র্যাব দাবি করেছে।
আটক ব্যক্তিরা হলেন মো. রঞ্জু (৫৪) এবং মাসুদ (২৪)। তাঁদের বাড়ি পাবনার কাশিনাথপুর এলাকায়।
র্যাব-১৩ ও স্থানীয় সূত্র জানায়, পাবনার একটি চক্র বোদা উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এএসপি শাহিন কবীরের নেতৃত্বে র্যাব-১৩ এর একটি দল শুক্রবার সন্ধ্যায় বেংহারী বনগ্রাম ইউনিয়নে অভিযান চালায়। এ সময় বিক্রির জন্য মজুদ রাখা এক হাজার ইয়াবাসহ দুজনকে আটক করে র্যাব।
র্যাব ১৩-এর এএসপি শাহিন কবীর বলেন, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।